
বিশ্বে পর্ন ফিল্মের একটা বিশাল ব্যবসা থাকলেও পর্ন ফিল্ম নিয়ে নানাবিধ ধারণা রয়েছে মানুষের মনে। সেই ধারণা অনেক ক্ষেত্রেই বিজ্ঞানসম্মত নয়। আর পর্ন ফিল্ম নিয়ে ব্যাপক রাখঢাকের ফলে সেই ভুল ধারণাগুলিই বদ্ধমূল হয়ে যায় বহু ব্যক্তির কাছে। সেরকমই একটি ভুল ধারণা হল, বেশি পরিমাণে পর্ন ফিল্ম দেখলে যৌন সমস্যা দেখা দেয়। আসলে সেটা ঠিক নয়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের একটি যৌথ গবেষণা বলছে, বেশি পর্ন ফিল্ম দেখলে আসলে যৌন উত্তেজনা বাড়ে, একই সঙ্গে যে কোনও যৌন সমস্যা বৃদ্ধিকেও রুখে দেয়।
দুই বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ তথ্য বলছে, যাঁরা বাড়িতে খুব বেশি পরিমাণে সেক্স মুভি দেখেন, তাঁরা ল্যাবে পর্ন ফিল্ম দেখলে বেশি উত্তেজিত হন। গবেষণাদলের অন্যতম সদস্য প্রাওস নিকোল ও জিম ফাউস জানিয়েছেন, প্রতি সপ্তাহে গড়ে ২৫ ঘণ্টা পর্যন্ত পর্ন ফিল্ম দেখেন, এরকম বিভিন্ন বয়সের ব্যক্তিদের নিয়ে গবেষণাটি করা হয়েছে। ২৮০টি ডেটা বিশ্লেষণ করে দেখা গিয়েছে, বেশি পর্ন ফিল্ম যাঁরা দেখেন, তাঁরা বিয়ে পছন্দ করেন না। অনেকে বিয়ে এড়িয়েও যান। এবং অনলাইন জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন-এ প্রকাশিত গবেষণার রিপোর্ট অনুযায়ী, পর্ন ফিল্ম দেখার সঙ্গে যৌন সমস্যার কোনও সম্পর্ক নেই। যৌন জীবনে পর্ন ফিল্মের কোনও কুপ্রভাব পড়ে না।