যা করার করেন গাড়ি যেন না নড়ে
আমি ইস্কান্দার বক্স, গত মাসে বিয়ে করেছি পারিবারিক কারনে কোথাও হানিমুনে যেতে পারিনি তাই আমার বউয়ের মন খুব খারাপ। গত চার পাচ দিন আগে এক রাতে বউ আমাকে অবরোধ দিয়ে দিয়েছে যদি তাকে কোথাও গুরতে না নিয়ে যাই তাহলে সে আমাকে আর কিছু করতে দিবে না। মন খুব খারাপ চিন্তা করছি কে বউকে এই পরামর্শ দিল।
তারপর, আস্তে করে বউয়ের কাছে গিয়ে বললাম কাল তুমাকে নিয়ে মদন পার্কে যাব কিন্তু আমার ইচ্চে তুমার পূর্ণ করতে হবে।